বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট এবং এর আওতাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহ হতে গত তিন বছরে ৪,৫৩,১১৪টি পাসপোর্ট এবং বিদেশী নাগরিকদের ৩,১৬৯টি ভিসা প্রদান করা হয়েছে। এ সময়ে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেটের রাজস্ব আয় ২০,০০,২৭,৯২২/- টাকা। ৩য় তলা ভবনটির ৪র্থ তলার সম্প্রসারণের কাজ জুলাই/২০২৩ মাসে সমাপ্ত হয়। বর্তমানে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারস্বরূপ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট ও এর আওতাধীন আঞ্চলিক অফিসসমূহে বহুল প্রতিক্ষীত ই-পাসপোর্ট চালু হয়েছে। এছাড়া সম্প্রতি, অতি অসুস্থ্য(চলাচল অক্ষম) ব্যক্তিগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ এবং সরকারী গুরুত্বপূর্ণ পদভুক্ত(গ্রেড-১ ও তদুর্ধ্ব) কর্মকর্তাগণদের জন্য মোবাইল এনরোলমেন্ট কিটস(মেক) এবং সেবার মান আধুনিকায়নে ও সেবা গ্রহীতাদের সুবিধার্থে ইলেকট্রনিক কিউ ম্যানেজমেন্ট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।