Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Recent Achievement

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ:

 

বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট এবং এর আওতাধীন আঞ্চলিক পাসপোর্ট অফিসসমূহ হতে গত তিন বছরে  ৫,৪৫,৭২০টি পাসপোর্ট এবং বিদেশী নাগরিকদের ৩,৬৭০টি ভিসা প্রদান করা হয়েছে। বর্তমানে সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকারস্বরূপ বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস, সিলেট ও এর আওতাধীন আঞ্চলিক অফিসসমূহে  বহুল প্রতিক্ষীত ই-পাসপোর্ট চালু হয়েছে। এছাড়া সম্প্রতি, অতি অসুস্থ্য(চলাচল অক্ষম) ব্যক্তিগণ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ এবং সরকারী গুরুত্বপূর্ণ পদভুক্ত(গ্রেড-১ ও তদুর্ধ্ব) কর্মকর্তাগণদের জন্য মোবাইল এনরোলমেন্ট কিটস(মেক) এবং সেবার মান আধুনিকায়নে ও সেবা গ্রহীতাদের সুবিধার্থে ইলেকট্রনিক কিউ ম্যানেজমেন্ট ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।